‘জার্মান সংস্কৃতিতে নারীর মুখ ঢেকে রাখা বেমানান’
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০১৬, ১০:১৫
জার্মানির সংস্কৃতির সঙ্গে না মেলায় বোরখা নিষিদ্ধ করার কথা বলেছেন দেশটির চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যারকেল। এছাড়াও মুসলমানদের বোরখাকে ইউরোপের দেশগুলো ধীরে ধীরে নিষিদ্ধ করে যাচ্ছে।
অ্যাঙ্গেলা ম্যারকেল বলেছেন, আইনগতভাবে সম্ভব হলে তার দেশে পুরো মুখ-ঢাকা বোরখা পরা নিষিদ্ধ করা উচিত।
ম্যারকেল তার পার্টির সম্মেলনে দেওয়া ভাষণে বলেন, জার্মান সংস্কৃতিতে মহিলাদের মুখ সম্পূর্ণ ঢেকে রাখা বেমানান - যেমনটা বোরখা মুসলিম মহিলাদের ক্ষেত্রে হয়ে থাকে।
তবে ম্যারকেল যে নীতির কথা বলছেন, তাতে বোরখা সম্পূর্ণ নিষিদ্ধ হবে না। তবে স্কুল, বিশ্ববিদ্যালয় বা আদালতে মহিলারা এটা পরতে পারবেন না।
বিবিসির সংবাদদাতা বলছেন, এই প্রথম ম্যারকেলকে কোন গুরুত্বপূর্ণ সভায় এমন একটি বিষয়ে মন্তব্য করতে শোনা গেল।
একথা তিনি এমন এক সময় বললেন, যখন তার দল ডানপন্থী অলটারনেটিভ ফল জার্মানির দিক থেকে চ্যালেঞ্জের সম্মুখীন। ম্যারকেলের অভিবাসন নীতি নিয়ে যে অসন্তোষ রয়েছে - এই দলটি তার সুযোগ নিয়েছে।