স্বর্ণ জমারও সীমা বেধে দিল ভারত সরকার

প্রকাশ : ০২ ডিসেম্বর ২০১৬, ১৫:৪৪

জাগরণীয়া ডেস্ক

ভারত সরকার নোট বাতিলের পর এবার স্বর্ণ জমা রাখার সীমাও বেঁধে দিয়েছে। সংশোধিত আয়কর আইনে সঞ্চিত স্বর্ণকেও কালো টাকা সংক্রান্ত ধরপাকড়ের আওতায় আনা হচ্ছে।

জানা যায়, নোট বাতিলের পর বাড়ি বা ব্যাংকের লকারে থাকা স্বর্ণ ও গয়না নিয়ে নতুন করে আতংক ছড়াচ্ছে দেশটিতে। 

আতংক দূর করতে বৃহস্পতিবার (১ ডিসেম্বর) এক নির্দেশনায় সরকার জানিয়েছে, বিবাহিত নারীদের ৫০০ গ্রাম, অবিবাহিতদের ২৫০ গ্রাম এবং পুরুষদের ১০০ গ্রামের ওপরে অঘোষিত স্বর্ণের গহনা থাকলেই কর দিতে হবে। এমনকি এগুলো জব্দও করতে পারবে কর্মকর্তারা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত