মধ্য আমেরিকায় ৭ মাত্রার ভূমিকম্প
প্রকাশ : ২৫ নভেম্বর ২০১৬, ১৪:৪২
মধ্য আমেরিকার দেশ এল সালভেদর ও নিকারাগুয়ায় ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। হারিকেন ‘ওটটো’ আঘাত হানতে শুরু করার ঘণ্টাখানেকের মধ্যেই দেশ দুটিতে এ ভূমিকম্পের ঘটনা ঘটে।
স্থানীয় সময় বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বিকেলে এ ভূকম্পন অনুভূত হয়। ভূমিকম্পের পর দুই দেশের বিস্তৃত উপকূলজুড়ে সুনামির আশঙ্কা করা হচ্ছে। তবে এখনও পর্যন্ত কোনও প্রাণহানি বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
হারিকেন ‘ওটটো’ এখন পশ্চিমাঞ্চলের জনপদের দিকে ধেয়ে যাচ্ছে। নিকারাগুয়ার ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে, ঝড়ের প্রভাবে সেখানে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৭৫ কিলোমিটার।
এর আগে প্রলয়ঙ্করী হারিকেন ওটটো’র প্রভাবে এল সালভেদরে জরুরি অবস্থা জারির ঘোষণা দেন দেশটির প্রেসিডেন্ট লুইস গুইলারমো সলিস। টুইটারে দেওয়া এক পোস্টে তিনি দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান। এছাড়া ক্যারিবিয়ান উপকূল থেকে কয়েক হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
কোস্টারিকার প্রেসিডেন্ট লুইস গুইলারমো সলিস রাস্তায় গাড়ি নিয়ে বের না হতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। এছাড়া স্যান কারলোস, উপালা এবং লস চিলিস-এর মতো ঝুঁকিপ্রবণ এলাকার হাসপাতালগুলো তাদের পূর্বনির্ধারিত সার্জারি কার্যক্রম স্থগিত রেখেছে। রোগীদের অন্যত্র হস্তান্তর করা হয়েছে।
এর আগে মধ্য আমেরিকার আরেক দেশ পানামায় আঘাত হানে ওটটো। এতে সেখানে তিনজন নিহত হন। এছাড়া অন্তত চার ব্যক্তি নিখোঁজ রয়েছেন।
সূত্র: ইন্ডিপেনডেন্ট, দ্য গার্ডিয়ান।