সমকামিতার অভিযোগে দুই কিশোরীর কারাদণ্ড

প্রকাশ : ০৪ নভেম্বর ২০১৬, ১২:৫৯

জাগরণীয়া ডেস্ক

মরক্কোতে ১৬ ও ১৭ বছরের দুই কিশোরী বান্ধবী তিন বছর কারাদণ্ডের শাস্তি পেতে পারেন। তাদের বিরুদ্ধে পরস্পর-পরস্পরকে চুমু খাওয়ার অভিযোগ আনা হয়। মরক্কোর প্যানেল কোডের অনুচ্ছেদ ৪৮৯ তে বলা আছে, সমলিঙ্গের সাথে কোনো ব্যক্তি সম্পর্ক স্থাপনে অঙ্গীকারবদ্ধ হলে কিবা অপ্রাকৃতিক কাজে জড়িত হলে তার বা তাদের ছয় মাস থেকে তিন বছরের কারাদণ্ডে ভোগতে হবে।

আদালতে শুক্রবার (০৪ নভেম্বর) দু’জনকে শুনানির জন্য হাজির করা হয়েছে। 

জানা যায়, মরক্কোর মারাকেশ শহরের একটি বাসার ছাদে গত সপ্তাহে দুই কিশোরী নিজেদের মধ্যে আলিঙ্গন করে চুমু খায়। স্থানীয় পুলিশ তা দেখতে পেয়ে দুই জনকে আটক করে, তাদের বিরুদ্ধে সমকামিতারও অভিযোগ তোলে। 

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত