‘ট্রাম্প যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের জন্য হুমকি’
প্রকাশ : ২৩ অক্টোবর ২০১৬, ১৩:৫৩
যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রার্থী হিলারি ক্লিনটন তার প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের জন্য হুমকি বলে উল্লেখ করেছেন হিলারি।
স্থানীয় সময় বুধবার লাসভেগাসে অনুষ্ঠিত নির্বাচনের তৃতীয় ও শেষ বিতর্কে ট্রাম্প নির্বাচনের ফল মেনে নেয়া নিয়ে কিছুটা রহস্য রেখে দেন। নির্বাচনের ফলাফল হিলারি ক্লিনটনের পক্ষে গেলে তিনি ফলাফল মেনে নেবেন কি না অনুষ্ঠানের সঞ্চালকের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, নির্বাচনের ফল দেখেই সিদ্ধান্ত নেবেন।
ট্রাম্প বলেন, এ বিষয়ে কিছুটা রহস্য রাখতে চান তিনি। এখুনি সব বলে দিতে চান না। এই মন্তব্যের পরই আলোড়ন শুরু হয়। পরে তিনি ‘সুস্পষ্ট’ ফল মেনে নেবেন বলে উল্লেখ করলেও চ্যালেঞ্জের বিষয়টি উড়িয়ে দেননি।
হিলারি বলেন, ‘নির্বাচনের ফল ট্রাম্প মেনে নেবেন কিনা তা জানাতে অস্বীকৃতি জানিয়েছেন। এর মধ্য দিয়ে তিনি আমাদের গণতন্ত্রকে হুমকির মুখে ঠেলে দিচ্ছেন।’
এর আগে নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলায় ক্ষোভ প্রকাশ করেন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি বলেন, নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলা মানে গণতন্ত্রকে হেয় করা।
তিনি বলেন, ট্রাম্প যুক্তরাষ্ট্রের নির্বাচনের বৈধতা নিয়ে জনগণের মনে সন্দেহের বীজ বুনে দেশের শত্রুদের হাতকে শক্তিশালী করেছেন। স্থানীয় সময় বুধবার রাতের শেষ বিতর্কে কোনো প্রমাণ ছাড়াই নির্বাচনে কারচুপির অভিযোগ তুলেছেন ট্রাম্প।