জড়িত সন্দেহে আফগান যুবক আটক
প্যারিসে ছুরি হামলা: দুই ব্রিটিশ পর্যটকসহ আহত ৭
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০১৮, ১২:৫৯
ফ্রান্সের রাজধানী প্যারিসে ছুরি নিয়ে পথচারীদের উপর এক দুর্বৃত্তের হামলায় দুই ব্রিটিশ পর্যটকসহ ৭জন আহত হয়েছেন। আহত সাতজনের মধ্যে চারজনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। খবর বিবিসি এর।
৯ সেপ্টেম্বর (রবিবার) স্থানীয় সময় রাত ১১টায় প্যারিসের ব্যস্ততম পর্যটন এলাকায় লেকের পাশে এ ছুরি হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, অজ্ঞাত এক যুবক ওরক ক্যানেলের পাশে এমকে২ সিনেমা হলের সামনের পথচারীদের আক্রমন করেন। প্রথমেই দুইজন পুরুষ ও একজন নারী আহত হন। পাশেই কিছু তরুণরা বল খেলছিলেন, যারা বলগুলো পরে ঐ যুবকের দিকে ছুঁড়ে মারেন। কিন্তু ঐ বলের আঘাতে কিছুই হয়নি ঐ যুবকের। বরং পালিয়ে যাওয়ার সময় সে ঐ দুই ব্রিটিশ পর্যটককে ছুরিকাঘাত করে।
জানা গেছে, ব্রিটিশ দুই পর্যটকের বুকে এবং অন্যদের মাথায় ছুরিকাঘাত করে হামলাকারী।
এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ এক আফগান যুবককে গ্রেপ্তার করেছে বলে জানা গেছে। তবে আটক আফগান যুবকের নাম বা তার ব্যাপারে বিস্তারিত আর কোন তথ্য প্রকাশ করেনি পুলিশ।