ভেনেজুয়েলার নারীরা সন্তান জন্ম দিতে ব্রাজিল যাচ্ছেন

প্রকাশ : ২৩ আগস্ট ২০১৮, ১৪:৪৮

জাগরণীয়া ডেস্ক

ভেনেজুয়েলার অন্তঃসত্ত্বা নারীরা গর্ভকালীন পরিচর্যা ও চিকিৎসার অভাবে সীমান্ত পেরিয়ে ব্রাজিলে যাচ্ছেন।

চরম মুদ্রাস্ফীতির কারণে ভেনেজুয়েলার সামাজিক সেবার খরচ অস্বাভাবিক পর্যায়ে বেড়ে গেছে। ফলে সেখানে সন্তান জন্মদানের মত কোন পরিবেশ নেই। খাবার নেই, ওষুধ নেই, ডাক্তার নেই। একইসঙ্গে বেড়েছে সেখানকার সন্ত্রাস, দুর্ভিক্ষ ও পতিতাবৃত্তির পরিমাণ। খাদ্য সংকটের কারণে আবর্জনা থেকেও খাবার কুড়িয়ে খেতে দেখা যায় অনেক পরিবারকে। 

ব্রাজিলে পাড়ি দিয়ে সন্তান জন্ম দিয়েছেন ২০ বছর বয়সী মারিয়া লোপেজ। স্থানীয় সংবাদমাধ্যমকে তিনি বলেন, আমি যদি ভেনেজুয়েলায় থেকে যেতাম তবে আমার সন্তান নির্ঘাত মারা যেত।

পরিসংখ্যান বলছে, ২০১৭ সালে ব্রাজিলের বোয়া ভিস্তা হাসপাতালে ৫৬৬ জন ভেনেজুয়েলান শিশু জন্মেছে। ২০১৮ সালের প্রথমার্ধে জন্মেছে ৫৭১ শিশু। ব্রাজিলে প্রতিদিন জন্ম নিচ্ছে গড়ে তিনজন করে ভেনেজুয়েলান শিশু। 

ভেনেজুয়েলার অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটের কারণে দেশ ছেড়ে অনেকে ইকুয়েডর এবং ব্রাজিলের শরণার্থী শিবিরে আশ্রয় নিচ্ছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত