ভয়াবহ বন্যায় বিধ্বস্ত কেরালা, মৃত ৩২৪

প্রকাশ : ১৮ আগস্ট ২০১৮, ১৩:৪২

জাগরণীয়া ডেস্ক

বিগত ১০০ বছরের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বন্যায় বিধস্ত ভারতের কেরালায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩২৪ জনে। গত ৯ দিনে বন্যা, বৃষ্টি ও ভূমিধসে প্রাণ হারান এসব মানুষ। ঘরবাড়ি হারিয়ে অন্তত ২ লাখ মানুষ আশ্রয় নিয়েছে ১৫০০ এরও বেশি শরণার্থী শিবিরে।

১৮ আগস্ট (শনিবার) দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হেলিকপ্টারে পুরো এলাকা পর্যবেক্ষণ করেছেন। মুখ্যমন্ত্রীর অফিস থেকে এক টুইটে বলা হয়, কাসারগদ ছাড়া আর সব জেলাতেই রেড এলার্ট জারি করা হয়েছে।

হাসপাতালগুলোতে দেখা দিয়েছে অক্সিজেনের স্বল্পতা আর ফুয়েল স্টেশনগুলোও খালি হয়ে গেছে। কেরালার উপকূলীয় এলাকার শত শত জেলে উদ্ধারকাজে অংশ নিয়েছে। আক্রান্ত হেলিকপ্টারে করে এলাকা থেকে নিরাপদ এলাকায় নিয়ে যাওয়া হচ্ছে। 

গত ৮ আগস্ট থেকে ভয়াবহ বর্ষণ চলছে কেরালায়। এর ফলে শুরু হয়েছে বন্যা ও ভূমিধস। এই দু:সময়ে বন্ধ হয়ে গেছে বিমান, সড়ক ও রেল যোগাযোগ। রাজ্যের বিভিন্ন জায়গায় সাধারণ পরিবহনও বন্ধ হয়ে পড়েছে। 

সেখানকার আবহাওয়া অফিস বলছে, বৃষ্টি চলবে শনিবার পর্যন্ত। তবে বৃষ্টির তীব্রতা কিছুটা কমেছে।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত