সারাদেশে মাঝারী থেকে ভারী বৃষ্টির আশংকা

প্রকাশ : ৩১ জুলাই ২০১৮, ১৬:৫৩

জাগরণীয়া ডেস্ক

আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিসহ মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণসহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত হতে পারে।

এ ছাড়া রাজশাহী, রংপুর, চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং দিনাজপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, অঞ্চলে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিসহ ভারী বর্ষণ হতে পারে বলে আবহাওয়া অফিস জানায়। সারাদেশে দিনের তাপমাত্রা হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। 

আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়, মৌসুমী বায়ু ভারতের রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে ভারতের আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।

আবহাওয়া অফিস জানায়, মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় বিরাজ করছে। ফলে আগামী ৭২ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে ভারী বর্ষণের প্রবণতা অব্যাহত থাকতে পারে।
 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত