কেরালায় বন্যায় ৭৯ জনের প্রাণহানি

প্রকাশ : ১৬ আগস্ট ২০১৮, ১৪:১৬

জাগরণীয়া ডেস্ক

ভারতের কেরালা রাজ্যে প্রায় এক শতকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৭৯ জন বলে জানিয়েছে সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া। বন্ধ হয়ে গেছে রাজ্যের ব্যস্ততম কোচি বিমানবন্দর।

রাজ্যের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বলেন, ভয়াবহ এ বৃষ্টিপাতের কারণে রাজ্যজুড়ে জরুরি সতর্কতা (রেড অ্যালার্ট) জারি করা হয়েছে।

প্রবল বর্ষণের কারণে সৃষ্ট বন্যায় কোচি বিমানবন্দর ১৮ আগস্ট (শনিবার) পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। বিমানবন্দরের রানওয়ে, পার্কিং এলাকা ডুবে গেছে।

কেরালার বিভিন্ন জায়গায় রেল যোগাযোগ ব্যাহত হচ্ছে। অনেক ট্রেন বাতিল করা হয়েছে। দুই-এক জায়গায় ট্রেন চললেও সেগুলো বিলম্বে আসা-যাওয়া করছে।

এ বন্যার ফলে রাজ্যের ১০ হাজার কিলোমিটারের বেশি রাস্তার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

এনডিটিভি জানায়, এখন পর্যন্ত আশ্রয় কেন্দ্রে ৬০ হাজারের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। এ ছাড়া ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় আট হাজার কোটি রুপি সমমূল্যের শস্য ও সম্পদের।

এক সপ্তাহ ধরে চলা এই টানা বর্ষণ এর ভেতর থেমে যাওয়ার আশা করা হলেও এটি ১৮ আগস্ট (শনিবার) পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত