ট্রাম্পের বিতর্কিত অভিবাসন নীতির সমালোচনায় মালালা
প্রকাশ : ১২ জুলাই ২০১৮, ১৪:২০
জাগরণীয়া ডেস্ক
অবৈধ অভিবাসী পরিবার থেকে সন্তানদের আলাদা করার ট্রাম্পের বিতর্কিত নীতির সমালোচনা করেছেন নোবেল বিজয়ী মালালা ইউসুফজাই।
১১ জুলাই (বুধবার) দক্ষিণ আমেরিকা সফরে আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মালালা বলেন, এটা নিষ্ঠুর, এটা অনৈতিক, এটা অমানবিক। আমি জানি না একজন কিভাবে এ নিষ্ঠুর কাজটি করতে পারে। শিশুরা খুব শীঘ্রই তাদের বাবা-মায়ের সঙ্গে মিলিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
‘মালালা ফান্ডের’ শিক্ষা বিস্তারের জন্য বর্তমানে লাতিন আমেরিকা সফর করছেন মালালা ইউসুজাই। ব্রাজিল ভ্রমণের মধ্য দিয়ে তার এ সফর শুরু হয়েছে।