ভারতে বিয়েতে রাজি না হওয়ায় ছেলেকে অপহরণ, মূল হোতা আটক
প্রকাশ : ১৯ জুন ২০১৮, ১৪:৩৪
ভারতের দিল্লীর মধু বিহারে এক নারী দ্বিতীয় বিয়েতে রাজি না হওয়ায় তার চার বছর বয়সী ছেলেকে অপহরণের ঘটনা ঘটেছে। এ ঘটনার মূল হোতা শিব কুমারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত ১৭ জুন (রবিবার) অপহরণের কয়েক ঘন্টার মধ্যে কর্নাট রাজ্যে শিব কুমারকে আটক করে ওই শিশুটিকে উদ্ধার করে পুলিশ।
শিশুটির মা জানান, তার স্বামীর সাথে বচ্ছেদ হওয়ার পর থেকেই বিয়ের জন্য জোর করছিল। শেষ পর্যন্ত রাজি না হওয়ায় গত রবিবার সকালে তার ছেলেকে অপহরণ করে শিব কুমার।
পুলিশের ডেপুটি কমিশনার পঙ্কজ সিং বলেন, অভিযুক্ত শিব কুমার কলকাতায় চাকুরী করেন। ঈদ করার জন্য সম্প্রতি সে পশ্চিম দিল্লীর মধু বিহারে আসে এবং সুযোগ বুঝে ঐ নারীর চার বছরের শিশুটিকে অপহরণ করে কলকাতায় নিয়ে যাওয়ার পরিকল্পনা করে। মূলত শিশুটিকে অপহরণের মধ্য দিয়ে ঐ নারীকে আরও চাপ প্রয়োগ করতে চেয়েছিল শিব কুমার।
এদিকে, অপহরণের অভিযোগ পেয়ে দিল্লী পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালায় এবং ঘটনার ৬ ঘন্টার মধ্যে কর্নাট রাজ্য থেকে শিব কুমারকে আটক করে পুলিশ। এসময় তার সাথে থাকা শিশুটিকে উদ্ধার করা হয়।