নারী লাঞ্ছনার অভিযোগ, নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
প্রকাশ : ০৮ মে ২০১৮, ১২:৩৭
বিভিন্ন সময় নারীদের যৌন হয়রানির বিরুদ্ধে জোরালো ভূমিকা রাখা, নারীদের মি টু আন্দোলনের জোর সমর্থক, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল এরিক স্নাইডারম্যানের বিরুদ্ধেই এবার চারজন নারীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে।
দ্য নিউইয়র্কার ম্যাগাজিনকে দুজন নারী অভিযোগ করেছেন, স্নাইডারম্যান তাদের গলায় আঘাত করেছেন ও মারধর করেছেন। অন্যদিকে আরেক নারী আইনজীবী স্নাইডারম্যান তার মুখে গুরুতর আঘাত করেছেন বলে অভিযোগ করেন। অপর নারীও একই রকম অভিজ্ঞতার কথা জানান।
তবে চারজন নারীই বলেছেন, তাদের সঙ্গে স্নাইডারম্যানের প্রণয়ের সম্পর্ক ছিল।
বিবিসি ও নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয়, অভিযোগ ওঠার পর পদত্যাগ করেছেন স্নাইডারম্যান।
পদত্যাগের ব্যাপারে সোমবার এক বিবৃতিতে স্নাইডারম্যান বলেন, তার বিরুদ্ধে উঠা অভিযোগের সঙ্গে তার পেশাগত দায়িত্বের কোনো সম্পর্ক না থাকলেও এগুলো তাকে সুচারুভাবে দায়িত্ব পালনে বাধা দেবে। তাই তিনি পদত্যাগ করছেন।
একইসাথে আত্মপক্ষ সমর্থন করে স্নাইডারম্যান বলেন, ব্যক্তিগত জীবনে নারীদের সঙ্গে তার প্রেমের এবং যৌনতার সম্পর্ক ছিল। কিন্তু তিনি কাউকে আঘাত করেননি। সীমা অতিক্রম করেননি।