ধর্ষণের অভিযোগ করায় পুড়িয়ে হত্যা, মূল আসামি গ্রেপ্তার
প্রকাশ : ০৬ মে ২০১৮, ২১:৩০
ভারতের ঝাড়খন্ডে গণধর্ষণ এবং ধর্ষণের অভিযোগ করায় এক তরুণীকে পুড়িয়ে হত্যার ঘটনার মূল আসামি ধানু ভুইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জানায়, গত ৩ মে (বৃহস্পতিবার) রাতে মেয়েটিকে রেখে বিয়ের নিমন্ত্রণে যায় তরুণীর পরিবার। বাড়িতে একা পেয়ে মেয়েটিকে পাশের একটি জঙ্গলে নিয়ে ধর্ষণ করে ধানু ও তার ২ সহযোগি। এ ঘটনায় পরদিন ৪ মে (শুক্রবার) গ্রাম্য সালিশে অভিযোগ উঠলে সেখানে ধানু ও তাদের সহযোগিদের ১০০ বার কান ধরে উঠ-বস ও ৫০ হাজার রুপি জরিমানা করা হয়।
ঘটনার পর পরই অভিযুক্তরা ঐ মেয়েটির পরিবারে হামলা চালায় এবং তাদের মারধর করে। একই সাথে ঐ তরুণীকে পুড়িয়ে হত্যা করে। চাঞ্চল্যকর এ ঘটনায় পুলিশ তৎপর হয়ে ১৪ জনকে গ্রেপ্তার করে। কিন্তু মূল আসামি ধানু পলাতক ছিল। অবশেষে ৬ মে (রবিবার) ধানুকে গ্রেপ্তার করে পুলিশ।
উল্লেখ্য, ২০১৬ সালে ভারতে ৪০ হাজার ধর্ষণের ঘটনা নথিভুক্ত হয়েছে। তবে মূল হিসাবটা এর চেয়েও বেশ বলে মনে করেন সচেতন নাগরিক সমাজ। ২০১২ সালে দিল্লীতে চলন্ত বাসে নির্ভয়া ধর্ষণের পর থেকেই ভারত ধর্ষণের বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠে।