ভুল গ্রুপের রক্ত প্রয়োগে প্রসূতির মৃত্যুর অভিযোগ

প্রকাশ : ০৩ মে ২০১৮, ২১:২৬

জাগরণীয়া ডেস্ক

ভুল গ্রুপের রক্ত প্রয়োগের ফলে প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠল একটি সরকারি হাসপাতালের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ভারতের আলিপুরদুয়ার এলাকায়। গত ২ মে (বুধবার) রিঙ্কি দাস (২২) নামে ঐ প্রসূতির মৃত্যু হয়েছে।

জানা গেছে, গত ২৯ এপ্রিল আলিপুরদুয়ারের একটি বেসরকারি নার্সিংহোমে প্রসব যন্ত্রণা নিয়ে ভরতি হয়েছিলেন কোচবিহারের শিবপুর গোপালহাটের বাসিন্দা রিঙ্কি ৷ ওই দিন সন্তান প্রসবের পর তার রক্তের প্রয়োজন হলে চিকিৎসকদের পরামর্শে আলিপুরদুয়ার জেলা হাসপাতালের ব্লাড ব্যাংক থেকে এক ইউনিট রক্ত সংগ্রহ করেন রিঙ্কির স্বামী সঞ্জয় ঘোষ। তার অভিযোগ, ওই রক্ত প্রয়োগের পর থেকেই স্ত্রীর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে৷

শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে ওই প্রসূতিকে কোচবিহারের একটি বেসরকারি নার্সিংহোমে ভরতি করা হয়। সেখানের চিকিৎসকেরা জানান, রিঙ্কি ‘এবি’ পজিটিভ গ্রুপের রক্তের গ্রাহক৷ অথচ তার দেহে ‘এবি’ নেগেটিভ গ্রুপের রক্ত প্রয়োগ করা হয়েছে৷

এ ঘটনায় চিকিৎসার গাফিলতিতে প্রসূতির মৃত্যুর অভিযোগে শহরের ব্যস্ততম সড়ক অবরোধ করলেন নিহতের স্বজনরা। এতে সামিল হন বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী ও মানবাধিকার সংগঠনের সদস্যরা৷ ঘটনার জেরে আলিপুর দুয়ারের ব্যস্ততম বক্সা ফিডার রোড তীব্র যানজট তৈরি হয়৷

এ প্রসঙ্গে জেলা হাসপাতালের সুপার চিন্ময় বর্মণ বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। গাফিলতি প্রমাণিত হলে সংশ্লিষ্ট চিকিৎসক ও নার্সের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে।

সূত্র: কলকাতা নিউজ

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত