১৯ রুশ নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিল ইরাক
প্রকাশ : ৩০ এপ্রিল ২০১৮, ২৩:২০
অবৈধ কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে রাশিয়ার ১৯ নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ইরাকের একটি আদালত।
২৯ এপ্রিল (রবিবার) ইরাকের কেন্দ্রীয় অপরাধ আদালত এ রায় ঘোষণা করেন। এ সময় দণ্ডিত নারীরা তাদের শিশুসন্তানদের কোলে নিয়ে এজলাসে উপস্থিত ছিলেন। এই নারীদের বিরুদ্ধে ইরাকে অবৈধভাবে অনুপ্রবেশ, উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী দায়েশের সদস্যপদ গ্রহণ এবং ভয়াবহ সন্ত্রাসী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
ইরাকের বিচার বিভাগের একটি সূত্র জানিয়েছে, আইএসের সন্ত্রাসবাদকে সমর্থন ও এতে যোগদানের দায়ে রুশ নারীদের শাস্তি দিয়েছেন আদালত। একই সঙ্গে আজারবাইজানের ৬ জন ও তাজাকিস্তানের ৪ জন নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দেন ওই আদালত।
উল্লেখ্য, ২০১৪ সালে ইরাকের বিভিন্ন জনপদ দখল করে কথিত খেলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছিল আইএস। তবে ২০১৭ সালের শেষদিকে জঙ্গিগোষ্ঠীটি ইরাকের সরকারি বাহিনীর কাছে পরাজিত হয়ে ইরাক ছাড়ে।