নাইজেরিয়ায় মুক্তি পেয়েছে অপহৃত ৭৬ স্কুলছাত্রী
প্রকাশ : ২৩ মার্চ ২০১৮, ১৬:৪৭
জঙ্গি গোষ্ঠি বোকো হারামের হাতে নাইজেরিয়ায় অপহৃত ১১০ জন স্কুলছাত্রীর মধ্যে ৭৬ জন মুক্তি পেয়েছে। তবে বাকিদের ভাগ্যে কি ঘটেছে তা জানা যায়নি। বাদবাকি ছাত্রীরা এরই মধ্যে জঙ্গিদের হাতে প্রাণ হারিয়েছে বলে বিভিন্ন সূত্র দাবি করলেও নাইজেরীয় সরকারের তথ্য মন্ত্রণালয়ের দেয়া বিবৃতিতে ওই ছাত্রীদের ব্যাপারে কিছুই বলা হয়নি।
সরকারের দেয়া এক বিবৃতির বরাত দিয়ে সংবাদ সংস্থাগুলো জানায়, "গত ১৯ ফেব্রুয়ারি বোকো হারাম এর জঙ্গিরা দাপচি শহরে হামলা চালায়। এক পর্যায়ে সন্ধ্যার দিকে স্কুলটির ১১০ জন ছাত্রীকে তারা তুলে নিয়ে যায়। অপহৃতরা সবাই দাপচি শহরের দাপচি হাইস্কুলের ছাত্রী। এরপর জঙ্গিদের সঙ্গে সরকারের ‘গোপন সমঝোতা’র পর জঙ্গিরা মোটর সাইকেলে করে ২১ মার্চ (বুধবার) ভোরে মেয়েদের তাদের বাড়ির সামনে ছেড়ে দিয়ে যায়"।
উল্লেখ্য, ২০১৪ সালেও বোকো হারাম জঙ্গিরা বোরনো প্রদেশের চিবক শহরে হামলা চালিয়ে ২৭৬ জন স্কুলছাত্রীকে তুলে নিয়ে যায়। এই ঘটনায় বিশ্বজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া হয়। সেসময়কার মার্কিন প্রেসিডেন্ট বারাক হোসেন ওবামা অপহৃত স্কুলছাত্রীদের জন্য প্রকাশ্যে অশ্রুপাতও করেছিলেন। সেই ২৭৬ স্কুলছাত্রীর বেশিরভাগ মুক্তি পেলেও ১০০ জনের বেশি এখনও জঙ্গিদের হাতে আটক রয়েছে।