মিয়ানমারের রাখাইন রাজ্যে ৩টি বোমা বিস্ফোরণ

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০১৮, ২৩:২০

জাগরণীয়া ডেস্ক

মিয়ানমারের রাখাইন রাজ্যের রাজধানী সিতুইতে পৃথক স্থানে তিনটি বোমার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ২৪ ফেব্রুয়ারি (শনিবার) ভোরে বোমা বিস্ফোরণের এ ঘটনা ঘটে।  

পুলিশ জানায়, বিস্ফোরণের এসব স্থানের মধ্যে উচ্চ পর্যায়ের এক কর্মকর্তার বাসভবনও রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, কয়েকটি স্থানে তিনটি বোমার বিস্ফোরণ ঘটে এবং অবিস্ফোরিত তিনটি বোমা উদ্ধার করা হয়। বিস্ফোরণে এক পুলিশ সদস্য আহত হলেও তারা অবস্থা ততটা গুরুতর না। তিনি জানান, এসব বোমা বিস্ফোরণের ঘটনায় কেউ হতাহত হয়নি।

ওই কর্মকর্তা আরও জানান, স্থানীয় সময় রাত চারটায় রাজ্য সরকার সেক্রেটারির বাসভবন চত্ত্বর, একটি অফিস ও সমুদ্র সৈকত অভিমুখী একটি সড়কে এসব বোমার বিস্ফোরণ ঘটানো হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত