স্কুলে হামলা ঠেকাতে শিক্ষকদের অস্ত্র দেয়ার প্রস্তাব
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০১৮, ২০:৫১
অস্ত্র নিয়ন্ত্রণ আইন কঠোর করা নিয়ে তুমুল বিতর্ক চলার মধ্যেই স্কুলে ঢুকে বন্দুকধারীদের হামলার ঘটনা ঠেকেতে এবার শিক্ষদের হাতে বন্দুক দেয়ার প্রস্তাব করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর বিবিসির।
২১ ফেব্রুয়ারি (বুধবার) হোয়াইট হাউজে মার্জরি স্টোনম্যান ডগলাস হাই স্কুলের এক দল শিক্ষার্থীর সাথে বৈঠক করেন ট্রাম্প। আর সেখানে এ প্রস্তাব টেনে এনে বলেন, হামলাকারীরা হল কাপুরুষ এবং তারা জানে স্কুল একটি অস্ত্রমুক্ত এলাকা। তাই তারা সেখানে হামলা চালাতে উৎসাহিত হয়। এক্ষেত্রে প্রশিক্ষণ দিয়ে যদি শিক্ষকদের হাতে বন্দুক তুলে দেয়া হয়, তাহলে আর ঐ এলাকাটি অস্ত্রমুক্ত থাকছে না। সেই সাথে হামলার ঘটনাও সীমিত হয়ে আসবে।
মানসিক স্বাস্থ্যের গুরুত্ব অনুধাবন করে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আমরা গুরুত্বের সঙ্গে ব্যাকগ্রাউণ্ড যাচাই করবো। মানসিক স্বাস্থ্যের ওপর অনেক বেশি গুরুত্ব দেব।
প্রেসিডেন্টপ্রেসিডেন্ট লিখেছে, ক্যাম্পাসে অস্ত্র বহনের বৈধতা যুক্তরাষ্ট্রের কয়েকটি রাজ্যে কলেজ থাকলেও ফ্লোরিডা রাজ্য আইনে সে সুযোগ নেই।
উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি (বুধবার) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পার্কল্যান্ডের মার্জরি স্টোনম্যান ডগলাস হাইস্কুলে বন্ধুকধারীর হামলায় ১৭জন নিহত হয়েছে। এদের মধ্যে ১৫ ছাত্রছাত্রী এবং ২ জন কর্মকর্তা ছিলেন। পরে পুলিশ হামলাকারী ঐ স্কুলের সাবেক ছাত্র নিকোলাস ক্রুজকে (১৯) আটক করে। নিকোলাসকে শৃঙ্খলাভঙ্গের দায়ে ঐ স্কুল থেকে বহিষ্কার করা হয়েছিল।