ওয়াশিংটন অভিমুখে ফ্লোরিডা শিক্ষার্থীদের পদযাত্রা

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০১৮, ২০:৩০

জাগরণীয়া ডেস্ক

ফ্লোরিডার স্কুলে ভয়াবহ বন্দুক হামলার ঘটনায় প্রাণে বেঁচে যাওয়া শিক্ষার্থীরা ওয়াশিংটন অভিমুখে পদযাত্রার পরিকল্পনার ঘোষণা দিয়েছে। যুক্তরাষ্ট্রের অস্ত্র আইন সংস্কারের দাবি জানাতে তারা ১৮ ফেব্রুয়ারি (রবিবার) এ পরিকল্পনার ঘোষণা দেয়।

দেখা যাচ্ছে, যুক্তরাষ্ট্রের বর্তমান অস্ত্র আইনে আগ্নেয়াস্ত্র হাতে পাওয়া একেবারে সহজ। আর এই সুযোগকে কাজে লাগিয়ে অনেকে বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে জড়িয়ে পড়ছে।

শিক্ষার্থীদের গ্রুপ ‘দিজ উইক’ এবিসি নিউজকে বলেছে, ‘মার্চ ফর আওয়ার লাইভস’ নামক এ পদযাত্রা আগামী ২৪ মার্চ অনুষ্ঠিত হবে। এর পাশাপাশি দেশব্যাপী তাদের আরো র‌্যালি করার পরিকল্পনা রয়েছে।

অস্ত্র নিয়ন্ত্রণ আইন কঠোর করা নিয়ে তুমুল বিতর্ক চলার মধ্যেই গত ১৪ ফেব্রুয়ারি (বুধবার) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পার্কল্যান্ডের মার্জরি স্টোনম্যান ডগলাস হাইস্কুলে বন্ধুকধারীর হামলায় ১৭জন নিহত হয়েছে। এদের মধ্যে ১৫ ছাত্রছাত্রী এবং ২ জন কর্মকর্তা ছিলেন। পরে পুলিশ হামলাকারী ঐ স্কুলের সাবেক ছাত্র নিকোলাস ক্রুজকে (১৯) আটক করে। নিকোলাসকে শৃঙ্খলাভঙ্গের দায়ে ঐ স্কুল থেকে বহিষ্কার করা হয়েছিল।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত