পর্যটক টানতে কুমারী নারী সঙ্গের প্রলোভন প্রেসিডেন্টের
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০১৮, ১৫:২৮
ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে তার দেশে পর্যটক টানতে বিতর্কিত এক প্রলোভন দিয়ে ফেলেন। ২৬ জানুয়ারি (শুক্রবার) ভারতের রাজধানী নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে অংশ নিয়ে বিতর্কিত ওই মন্তব্য করার পর থেকেই সমালোচনার মুখে পড়েছেন তিনি।
প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে বলেন, ফিলিপাইন ঘুরতে যাওয়া ব্যক্তিরা ৪২ জন কুমারী নারীর সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। তবে ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের মিন্দানাও দ্বীপ এড়িয়ে চলার ব্যাপারে ভারতীয় ব্যবসায়ীদের সতর্ক করেন তিনি।
তিনি আরো বলেন, মুসলিম চরমপন্থীরা স্বর্গে ৪২ জন কুমারী নারীর সঙ্গ লাভ করার প্রলোভন দিয়ে অনুসারীদের টানার চেষ্টা করতে পারেন, তাহলে একই উপায়ে ফিলিপাইনে পর্যটক টানলে দোষ কোথায়।
দুতার্তের এমন মন্তব্যের কড়া রসমালোচনা করেছে ফিলিপাইনের নারী অধিকার সংগঠন আকবায়ান উইমেন। সংগঠনটি বলছে, অত্যন্ত দুঃখজনক ঘটনা। এটি পর্যটন শিল্পকে যৌন সংস্কৃতিকে রূপান্তরের নামান্তর। নারীদের কেবল যৌনবস্তু হিসেবে দেখা হবে এরকম হলে।
দুতার্তেকে আন্তর্জাতিক নির্বোধ হিসেবে অভিহিত করেছে ফিলিপাইনের এই নারী অধিকার সংগঠন বলেছে, নারীদের জন্য তার কোনো সম্মান নেই।
সূত্র: আলজাজিরা