ফিলিপাইনে স্কুলে ঢুকে শিক্ষার্থীদের জিম্মি করেছে জঙ্গিরা
প্রকাশ : ২১ জুন ২০১৭, ১৬:৩৯
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে মিন্দানাও দ্বীপের পিগকাওয়াইয়ান শহরের একটি স্কুলে জঙ্গিরা হামলা চালিয়েছে। সেখানে বেশ কয়েকজন শিক্ষার্থীকে জিম্মি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সেনাবাহিনীর সঙ্গে জঙ্গিদের বন্দুকযুদ্ধ চলছে।
পুলিশ জানিয়েছে, বুধবার (২১ জুন) সকালে কমপক্ষে ৩০০ সশস্ত্র ব্যক্তি উত্তর কোটাবাটো প্রদেশের পিকওয়াইয়ান শহরে এ হামলা চালায়। তারা সবাই ব্যাংসামোরো ইসলামিক ফ্রিডম ফাইটারের সদস্য।
পিগকাওয়াইয়ান শহরের মেয়র এলিসিও গারসেসা ফিলিপাইন রেডিওকে জানিয়েছেন, সেখানে কোনও হতাহতের ঘটনা ঘটেছে কিনা, তিনি এ সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা করছেন।
চিফ ইন্সপেক্টর রিলান মামুন জানান, জঙ্গি সংগঠন বাংসামোরো ইসলামিক ফ্রিডম ফাইটার্স (বিআইএফএফ)-এর সদস্যদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর বন্দুকযুদ্ধ চলছে। আমরা এ বিষয়টি নিশ্চিত করছি যে, তারা একটি স্কুল দখল করে নিয়েছে এবং এখানে বেশ কয়েকজন বেসামরিক মানুষ আটকা পড়েছেন। সেখানে কতোজন আটকা পড়েছেন এবং তাদের পরিচয় জানার চেষ্টা করছি আমরা।