ফিলিপাইনে ৫.৭ মাত্রার ভূমিকম্প
প্রকাশ : ০৫ মার্চ ২০১৭, ১৬:১২
জাগরণীয়া ডেস্ক
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় সুরিগাও নগরীতে ৫ মার্চ (রবিবার) ৫.৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ফিলিপাইনের আগ্নেয়গিরি ও ভূকম্পন ইনস্টিটিউট এ কথা জানিয়েছে।
ইনস্টিটিউট আরও জানায়, ৫ মার্চ (রবিবার) স্থানীয় সময় সকাল ৮টা ১৮ মিনিটে সুরিগাও ডেল নর্তে প্রদেশের সুরিগাও নগরী থেকে ১৩ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং ১৩ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে। বার্তা সংস্থা সিনহুয়ার খবরে একথা বলা হয়েছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৭। এটি ১৯ কিলোমিটার গভীরে আঘাত হানে।
মিন্দানাওয়ের বুতুয়ান প্রদেশ ও ফিলিপাইনের মধ্যাঞ্চলীয় সামারের গুইউয়ানেও ভূমিকম্পন অনুভূত হয়েছে। এখন পর্যন্ত দুটি ভূমিকম্প পরবর্তী কম্পন অনুভূত হয়েছে। এতে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।