জয়নাবের হত্যাকারীকে গ্রেপ্তারের দাবি
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০১৮, ১৬:২৩
পাকিস্তানের কসুরের ছয় বছরের জয়্নাব আনসারীকে ধর্ষণ ও হত্যাকাণ্ড সম্পৃক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বলে দাবি করছে সেখানকার পুলিশ।
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের পুলিশ বলছে, ঘটনাস্থল থেকে সংগ্রহ করা ডিএনএ নমুনার সাথে মিল খুঁজে পাওয়ার পরই তার উপর ভিত্তি করে ঐ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গত দুই বছরে অন্তত বারোটি একই ধরনের ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে একই এলাকায়। এর মধ্যে ৬টি নিহত মেয়ের দেহে একই ব্যক্তির ডিএনএ পেয়েছেন তদন্তকারীরা। যার সাথে মিল রয়েছে ইমরান আলি নামে গ্রেপ্তারকৃত ঐ যুবকের।
গত ৪ জানুয়ারি কোরান শিক্ষার ক্লাসে যাবার পথে নিখোঁজ হয় জয়নাব আনসারি। কয়েক দিন পর তার মৃতদেহ পাওয়া যায় শহরের একটি আবর্জনা ফেলার জায়গায়। তদন্তে বলা হয়, তাকে ধর্ষণের পর গলা টিপে হত্যা করা হয়েছে। ওই দিনের সিসিটিভি ক্যামেরার ফুটেজে জয়নবকে শেষবার জীবিত অবস্থায় দেখা গেছে। তাতে দেখা যায় একজন অচেনা লোকের হাত ধরে জয়নাব হেঁটে যাচ্ছে। জয়নাব আনসারীর হত্যাকাণ্ড নাড়িয়ে দেয় পুরো পাকিস্তানকেই। এই ঘটনায় দাঙ্গা-সহিংসতায় দু'জন নিহতও হয় দেশটিতে।
তাৎক্ষণিকভাবে দায়ী ব্যক্তি বা তার আইনজীবীর পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায় নি।
সূত্র: বিবিসি