ধর্ষণ প্রতিরোধ করবে ‘অন্তর্বাস’
প্রকাশ : ১০ জানুয়ারি ২০১৮, ০১:২০
ভারতবর্ষে ধর্ষণ বেড়েই চলছে! বেশ কয়েকটি ভয়ঙ্কর ধর্ষণকান্ড ভারতবর্ষে আতঙ্ক সৃষ্টি করেছে। আইনি সহায়তা নিয়েও এড়ানো যাচ্ছে না ধর্ষণের আতঙ্ক।
তাই এ ধর্ষণ প্রতিরোধের কার্যকর ভূমিকা রাখতে বিশেষ নকশায় নারীদের একটি অন্তর্বাস তৈরি করেছেন সিনু কুমারী নামে ভারতীয় এক তরুণী। তার তৈরি করা অন্তর্বাসের খবর এসেছে ব্রিটিশ দৈনিক মেইলে।
সিনু কুমারী অন্তর্বাসটিতে একটি তালা সংযোজন করেছেন, রয়েছে একটি ভিডিও ক্যামেরা এবং জিপিএস অ্যালার্ট সিস্টেম।
ভারতের উত্তর প্রদেশের ফরাক্কাবাদের সিনুর এই অন্তর্বাসটি তৈরি করতে ৫০ ইউরোর মতো খরচ হয়েছে। এর প্যান্টিটি বুলেটপ্রুফ; কাটা যাবে না ছুরি দিয়েও।
সিনু বলছেন, ‘আমি এতে একটি স্মার্ট তালা দিয়েছি, যা পাসওয়ার্ড ছাড়া খোলা যাবে না। একটি ইলেকট্রিক ডিভাইস বসিয়েছি, যা দিয়ে জরুরি কল করা যাবে।’
অন্তর্বাসটিতে একটি বাটন রয়েছে, যাতে চাপ দিলে কল চলে যাবে সেট করা জরুরি সহায়তার নম্বরে।
সিনু বলেন, ‘এই অন্তর্বাস পরা অবস্থায় যখন কোনো নারী আক্রান্ত হবেন, তখন এই ডিভাইসটি থেকে কল যাবে তার স্বজন ও পুলিশের কাছে। জিপিএস সিস্টেম থাকায় পুলিশ সহজেই ওই নারীর অবস্থান শনাক্ত করে তাকে উদ্ধার করতে পারবে।’
আক্রমণকারীর ছবি রাখতে অন্তর্বাসে একটি ভিডিও ক্যামেরাও বসিয়েছেন সিনু।
তিনি বলছেন, ‘এই অন্তর্বাস সারাক্ষণ পরে থাকার প্রয়োজন নেই। কোনো নারী যখন একা কোথাও যাবেন কিংবা ঝুঁকি আছে এমন স্থানে যাচ্ছেন, তখন পরলেই নিজেকে সুরক্ষিত রাখতে পারবেন।’
যারা নারীর মর্যাদাহানি করতে চায়, তাদের হাত থেকে নারীদের রক্ষার উদ্দেশ্যই তাকে এই কাজে প্রণোদনা দিয়েছে বলে জানান ভারতীয় এই তরুণী।