রাম রহিমের ৩০০ অনুসারীকে নপুংসক, ডাক্তার গ্রেপ্তার
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০১৮, ০১:১৮
ভারতের ধর্ষক বাবা গুরমিত রাম রহিম সিং-এর ৩০০ অনুসারীকে নপুংসক করার অভিযোগে ডা. মাহেন্দ্র ইনসানকে গ্রেপ্তার করেছে হরিয়ানা পুলিশের বিশেষ তদন্তকারী দল।
৭ জানুয়ারি (রবিবার) ডেরা সাচ্চা সৌদার হেডকোয়ার্টার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ইন্ডিয়াটুডের এক প্রতিবেদনে বলা হয়, পঞ্চকুলা সহিংসতার ঘটনায় ধর্ষক রাম রহিম সিংয়ের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন মাহেন্দ্র ইনসান। গত ২৮ আগস্ট চন্ডিগড়ের সেক্টর পাঁচ থানায় মামলা দায়েরের পর থেকেই তিনি পলাতক ছিলেন। মাহেন্দ্র যোগ্যতাসম্পন্ন একজন সার্জন, যিনি রাম রহিমের পরিচালনায় ডেরার হাসপাতালে কয়েকজন অনুসারীকে নপুংসক করার অভিযোগে অভিযুক্ত।
পুলিশ জানায়, উচ্চ আদালতের নির্দেশ সত্ত্বেও ডেরার অনেক তথ্যই গোপন করেছেন মাহেন্দ্র। পঞ্চকুলা পুলিশের মোস্ট ওয়ান্টেড তালিকায় ছিলেন অভিযুক্ত এই সার্জন।
প্রসঙ্গত, ১৯৯৫ সালে ডেরা সাচ্চা সৌদায় যোগদান করেন মাহেন্দ্র এবং তার বিরুদ্ধে ডেরার কমপক্ষে ৩০০ অনুসারীকে নপুংসক করার অভিযোগ রয়েছে।