দিল্লিতে শ্রেণিকক্ষে শিশু ধর্ষণের অভিযোগ

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০১৭, ১৩:৪৭

জাগরণীয়া ডেস্ক

ভারতের হরিয়ানা রাজ্যে একটি স্কুলের টয়লেটে সাত বছরের শিশুর রক্তাক্ত লাশ উদ্ধারের রেশ না কাটতে না কাটতে পূর্ব দিল্লিতে আরেকটি মর্মান্তিক ঘটনা ঘটল। সেখানকার শাহদারা এলাকায় একটি শ্রেণিকক্ষে পাঁচ বছর বয়সী এক মেয়েশিশুকে স্কুলের পিয়ন ধর্ষণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সময় ৯ সেপ্টেম্বর (শনিবার) এই ধর্ষণের ঘটনা ঘটে। 

শাহদারা পুলিশের উপকমিশনার নূপুর প্রাসাদ জানিয়েছেন, বিকাশ নামের ওই পিয়নকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের দাবি, উত্তর দিল্লিতে নতুন ঘটনার সন্দেহভাজন ৪০ বছর বয়সী বিকাশ স্কুলটিতে তিন বছর ধরে পিয়নের কাজ করছেন। এর আগে তিনি একই স্কুলের নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করেছেন।

পুলিশ আরও জানিয়েছে, শিক্ষকদের কাছে দুপুরের খাবারের বক্স রেখে স্কুলের বারান্দায় ঘুরছিল মেয়েশিশুটি। সে সময় বিকাশ তাকে ফাঁকা শ্রেণিকক্ষে নিয়ে যান। এরপর ধর্ষণ করে।

মেয়েটি বাড়িতে যাওয়ার পর যৌনাঙ্গে রক্তক্ষরণ ও ব্যথা অনুভূত হওয়ার কথা জানায় মাকে। এরপর হাসপাতালে নেওয়ার পর পরীক্ষা করে তার ধর্ষণের শিকার হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

সূত্র: এনডিটিভি

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত