রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক হস্তক্ষেপের আহ্বান মালালার
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০১৭, ১৭:১১
মিয়ানমারের রাখাইন রাজ্যে সংখ্যালঘু মুসলমানদের সুরক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ কামনা করেছেন শান্তিতে নোবেল জয়ী মালালা ইউসুফজাই।
একই সঙ্গে তিনি রোহিঙ্গাদের পক্ষে মুখ খোলার জন্য মিয়ানমারের নেত্রী অং সান সু চির প্রতি আহ্বান জানান।
মালালা বলেন, ‘লাখো মানুষ ঘরহারা হয়েছে। আমরা এখন চুপ থাকতে পারি না।
রোহিঙ্গাদের নাগরিক হিসেবে স্বীকৃতি দিতে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়ে মালালা বলেন, ‘এটি মানবাধিকার ইস্যু। সরকারের উচিত প্রতিক্রিয়া দেখানো। জনগণ বাস্তুচ্যুত হচ্ছে। সহিংসতার মুখোমুখি হচ্ছে।’ শিশুরা শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। বঞ্চিত হচ্ছে সব ধরনের মৌলিক অধিকার থেকে। সহিংস অবস্থার মধ্যে তাদের বাস করতে হচ্ছে। এমন সহিংস অবস্থার মধ্যে বাস করাটা খুবই কঠিন। আমাদের উচিত এর বিরুদ্ধে সোচ্চার হওয়া। এবং আমি আশা করব, অং সান সু চিও সাড়া দেবেন।’
গত ২৪ অগাস্ট রাখাইনে পুলিশ চেকপোস্ট ও সেনা ক্যাম্পে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির হামলার পর সেখানে পাল্টা সেনা অভিযানের মুখে দেশ ছাড়তে শুরু করেছে রোহিঙ্গা মুসলিমরা।
জাতিসংঘের হিসেবে, ৬ সেপ্টেম্বর (বুধবার) পর্যন্ত এই দফায় প্রায় এক লাখ ৫০ হাজার রোহিঙ্গা মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে ঢুকেছে।