ইয়েমেনে প্রকাশ্যে ধর্ষকের মৃত্যুদণ্ড, টেলিভিশনে সম্প্রচার
প্রকাশ : ০১ আগস্ট ২০১৭, ২০:৩৯
ইয়েমেনে তিন বছর বয়সী এক শিশুকে ধর্ষণে অভিযুক্ত ৪১ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির সেনাবাহিনী। ইয়েমেনের রাজধানী সানার জনবহুল এলাকায় কার্যকর করা ওই দণ্ড সরাসরি সম্প্রচার করেছে দেশটির টেলিভিশন চ্যানেল।
সংবাদমাধ্যম ডেইলি মেইল জানায়, ৩১ জুলাই (সোমবার) এই মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তবে মৃত্যুদণ্ড পাওয়া মুহাম্মদ আল-মাঘরাবি কবে ওই শিশুকে ধর্ষণ করেছিলেন তার কোনো তথ্য জানানো হয়নি।
ডেইলি মেইল প্রকাশিত ছবিতে দেখা গেছে, একটি চাদরের উপর উপুড় করে মাঘরাবিকে শুইয়ে পিঠের দুইদিকে পা দিয়ে দাঁড়িয়েছেন এক সৈন্য। পরে হাতে থাকা একটি রাইফেল দিয়ে গুলি করে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় মাঘরাবির।
সানার জনবহুল এলাকায় এই দণ্ড কার্যকর দেখতে কয়েক হাজার মানুষ জড়ো হয়েছিলেন। প্রিজন ভ্যান থেকে অভিযুক্ত মাঘরাবিকে নামানোর সময় উল্লাস প্রকাশ করেত থাকা জনতার অনেকেই পুরো ঘটনার ভিডিওচিত্র ধারণ করে রাখে।