অক্টোবরে দেশের নারী উদ্যোক্তাদের সবচেয়ে বড় মেলা

প্রকাশ : ১১ আগস্ট ২০১৮, ২০:২৯

জাগরণীয়া ডেস্ক

আগামী ১৫ অক্টোবর চট্টগ্রাম নগরের পলোগ্রাউন্ড মাঠে শুরু হচ্ছে নারী উদ্যোক্তাদের সবচেয়ে বড় বাণিজ্য সম্মিলন।

১১ আগস্ট (শনিবার) চিটাগং উইম্যান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিডব্লিউসিসিআই) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মেলা কমিটির চেয়ারপারসন ডা. মুনাল মাহবুব।

তিনি জানান, ইন্টারন্যাশনাল এসএমই এক্সপোতে এবার ছোট-বড় ৩৫০টি স্টল ও ১৫টি প্যাভেলিয়ন থাকবে। এবারের মেলায় ইরান, ভারত, চীন, মালয়েশিয়া, থাইল্যান্ডের উদ্যোক্তারা অংশ নেবেন। মেলায় নারী উদ্যোক্তাদের অগ্রাধিকার দেওয়া হবে। শিশুদের বিনোদনের জন্য পার্ক, আকর্ষণীয় তোরণ, দৃষ্টিনন্দন ফোয়ারা, সুউচ্চ টাওয়ার থাকবে। শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে টিকিট দেওয়া হবে স্কুলে।

সংবাদ সম্মেলনে সিডব্লিউসিসিআই সভাপতি মনোয়ারা হাকিম আলী বলেন, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) কাছে আমরা জমি চেয়েছি। ১০০ নারী উদ্যোক্তা শিল্প-কারখানা প্রতিষ্ঠায় আগ্রহী। তাদের নিয়ে আমরা উইম্যানস ইন্ডাস্ট্রি জোন গড়তে চাই। নারী উদ্যোক্তাদের একটি ব্যাংক গড়তে চাই।

তিনি আরও বলেন, আমাদের মেলায় বিদেশিরা কম আসার একটাই কারণ, তাদের ঢাকায় নেমে চট্টগ্রামে কানেকটিং ফ্লাইটে আসতে হয়। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যত বেশি বিদেশি এয়ারলাইন্স নামবে তত বেশি বিদেশি বিনিয়োগ, বায়ার, পর্যটক চট্টগ্রামে আসবেন। বিমানবন্দর ডেভেলপমেন্ট করতে হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এসএমই এক্সপোর বিভিন্ন উপ-কমিটির দায়িত্বে থাকা জোবাইরা শাকি, নাজমা আকতার, বেবি হাসান, রোজিনা আকতার, তানিয়া কাসেম, রোকেয়া রহমান, রেখা আলম চৌধুরী প্রমুখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত