আসামে সম্মানিত নৃত্যশিল্পী সামিনা হোসেন
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০১৬, ১৭:১৪
মণিপুরি নাচের জন্য সম্মানজনক স্বীকৃতি পেলেন নৃত্যশিল্পী সামিনা হোসেন। ভারতের আসামের গুয়াহাটিতে তাকে সম্মাননা জানিয়েছে বিষ্ণুপ্রিয়া মণিপুরি সম্প্রদায়।
তাদের আদর্শ পুরুষ গীতিস্বামী গোকুলানন্দ সিংহের ১২০তম জন্মদিন উদ্যাপনের আয়োজনে মণিপুরি নৃত্যে পারদর্শিতা ও অবদানের স্বীকৃতি হিসেবে বাংলাদেশী এই গুণী নৃত্যশিল্পীকে সম্মাননা জানানো হয়।
আমন্ত্রণ পেয়ে ২৭ নভেম্বর এই আয়োজনে যোগ দিয়েছিলেন বাংলাদেশের মণিপুরি নৃত্যশিল্পী সামিনা হোসেন। আরও ছিলেন তার নাচের দল ভাবনার প্রতিষ্ঠাতা জিনাত আফরোজা। ননী কুমার সিংহের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গীতিস্বামী জয়ন্তী উদ্যাপন সমিতির সভাপতি প্রভাষ কান্তি সিংহ, সম্পাদক লাকীসেনা রাজকুমার, শিক্ষাবিদ হেমকান্তি সিনহা প্রমুখ। সেখানে সংবর্ধিত হন মণিপুরি সাহিত্যকর্মী ও সংগঠক সুশীল কুমার সিংহ। শিল্পগ্রাম মিলনায়তনের ওই অনুষ্ঠানে মণিপুরি নাচ পরিবেশন করেন সামিনা হোসেন।