সুফি মাজারে প্রবেশের অনুমতি পেলো নারীরা

প্রকাশ : ০২ ডিসেম্বর ২০১৬, ০১:০৫

জাগরণীয়া ডেস্ক

দীর্ঘ চার বছর পর ভারতের মুম্বাইয়ের হাজি আলি মসজিদে প্রবেশের অনুমতি পেয়েছেন একদল নারী। এর আগে নারীদের ওই মাজারে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছিল মাজার পরিচালনা কর্তৃপক্ষ।

হাজি আলি মসজিদে একজন সুফি পীরের মাজার রয়েছে। কম্পাউন্ডের মূল মাজার ছাড়া অন্যত্র নারীদের প্রবেশে বাধা ছিল না। ২০১২ সালে পরিচালনা কর্তৃপক্ষ মূল মাজারে নারীদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে।

পরিচালনা কর্তৃপক্ষের দাবি, একজন পুরুষ পীরের মাজার নারীদের স্পর্শ করতে দেওয়া ‘পাপ’।

মাজারে প্রবেশে কর্তৃপক্ষের এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে ভারতীয় মুসলিম মহিলা আন্দোলন (বিবিএমএ) পঞ্চদশ শতকের ওই মুম্বাইয়ের উচ্চ আদালতে মামলা করে। ভারতজুড়ে বিভিন্ন অঞ্চল থেকে নারীরা ওই নিষেধাজ্ঞা তুলে নিতে আদালতে পিটিশন দায়ের করেছিল।

বিবিসি বলছে, গত আগস্টে মাজার কর্তৃপক্ষের ওই নিষেধাজ্ঞাকে ‘সংবিধানের লঙ্ঘন’ এবং নারীর প্রতি বৈষম্য বলে অভিহিত করে মুম্বাইয়ের উচ্চ আদালত।

গত মাসে আদালতের ওই রায়ের বিরুদ্ধে মাজার কর্তৃপক্ষ সর্বোচ্চ আদালতে আপিল করলেও পরবর্তী সময়ে তারা তাদের নিষেধাজ্ঞা তুলে নিতে সম্মত হয়।

মঙ্গলবার অধিকার গোষ্ঠী ভারতীয় মুসলিম মহিলা আন্দোলনের (বিএমএমএ) প্রায় ১০০ জন নারী ওই মাজারে প্রবেশ করেন বলে ওই গোষ্ঠীর কর্মী জাকিয়া সোমান জানিয়েছেন।

সোমান জানান, মাজারে প্রবেশ করে অনেক নারীই নামাজ পড়েছেন।

অধিকারকর্মীরা বলছেন, পুরুষ ধর্মনেতাদের ধর্মীয় বিভিন্ন স্থানে নারীদের প্রবেশে বাধা দেওয়া সিদ্ধান্ত, ধর্মের নামে পিতৃতন্ত্র চাপিয়ে দেওয়ারই নামান্তর।

উল্লেখ্য, সাম্প্রতিক মাসগুলোতে ভারতে যেসব মাজার ও মন্দিরগুলোতে নারীদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল সেগুলোতে প্রবেশের অধিকার চেয়ে বেশ কয়েকটি আন্দোলন হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত