শ্যামলীর ব্রোঞ্জের পর মেয়েদের রূপা
প্রকাশ : ২৫ মার্চ ২০১৭, ২১:১৫
আগের দিনই বাংলাদেশের হয়ে এশিয়া কাপ ও ওয়ার্ল্ড র্যাংকিং স্টেজ-২ আর্চারি চ্যাম্পিয়নশিপে মেয়েদের রিকার্ভ এককে ব্রোঞ্জ পদক জয় করেছেন শ্যামলী রায়। এবার কম্পাউন্ড দলগত বিভাগে বাংলাদেশের জন্য রৌপ্য পদক আনলেন মেয়েরা।
শনিবার টুর্নামেন্টের শেষ দিনে মেয়েদের কম্পাউন্ড দলগত বিভাগে স্বর্ণের লড়াইয়ে তীব্র প্রতিদ্বন্দিতা হয়েছে বাংলাদেশ ও চাইনিজ তাইপের মধ্যে। শেষ পর্যন্ত র্যাংকিংয়ে ১ নম্বরে থাকা চাইনিজ তাইপে জয়ী হয়েছে। বাংলাদেশ হেরেছে ২১৯-২২৪ স্কোরে। সুস্মিতা বণিক, রোকশানা আক্তার ও বন্যা আক্তার দেশকে উপহার দিয়েছে রৌপ্য পদক।
এর আগে প্রথম রাউন্ডে ভিয়েতনামকে ২২৫-২১২ স্কোরে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠেন বাংলাদেশের এ তিন নারী আর্চার। কোয়ার্টার ফাইনালে ৩ নম্বর র্যাংকিংয়ে থাকা ইন্দোনেশিয়াকে বাংলাদেশ পরাজিত করে। সেমিফাইনালে সুস্মিতা, রোকসানা ও বন্যা ২২৫-২১৮ স্কোরে মিয়ানমারকে হারিয়ে পৌঁছে গিয়েছিলেন স্বর্ণের লড়াইমঞ্চে।