পাপুয়া নিউগিনিকে ২১৬ টার্গেট বাংলাদেশের মেয়েদের

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:১৩

জাগরণীয়া ডেস্ক

আইসিসি নারী বিশ্বকাপ বাছাইপর্ব শুরু হয়েছে। শ্রীলংকায় অনুষ্ঠিত ১০ দলের এই টুর্নামেন্টের উদ্বোধনী দিনে মাঠে নেমেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। 

গ্রুপ পর্বের প্রথম ম্যাচে আজকে রুমানা-সালমাদের প্রতিপক্ষ অচেনা পাপুয়া নিউগিনি। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন দলীয় অধিনায়ক রুমানা আহমেদ। ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায়।

বাংলাদেশ দলের সংগ্রহ ৫০ ওভার শেষে ৬ উইকেটে ২১৫ রান। শারমিন সুলতানা (০), শারমিন আক্তার (৫৬), সানজিদা ইসলাম (২৮), ফারজানা হক (৫১), রুমানা আহমেদ (০), নিগার সুলতানা (১৪), সালমা খাতুন (৩২*) , শায়লা শারমিন (২০*) ।

বাংলাদেশ দল : শারমিন সুলতানা, শারমিন আক্তার, সানজিদা ইসলাম, ফারজানা হক, রুমানা আহমেদ (অধিনায়ক), নিগার সুলতানা (উইকেটরক্ষক), সালমা খাতুন, শায়লা শারমিন, খাদিজা-তুল-কুবরা, জাহানারা আলম ও পান্না ঘোষ।

বাছাইপর্বের আগে ৫ ফেব্রুয়ারি (রবিবার) আয়ারল্যান্ডের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলে বাংলাদেশ নারী ক্রিকেট দল। যেখানে আইরিশ মেয়েদের ৩৯ রানের বড় ব্যবধানে হারায় রুমানা আহমেদের দল।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত