আর্চারিতে ৯ পদক পেয়েছে বাংলাদেশ
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০১৭, ১৮:৩১
ঢাকায় মাওলানা ভাসানী স্টেডিয়ামে আন্তর্জাতিক সলিডারিটি আর্চারি চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দলগত ভেন্টের পাঁচটি সোনার সবই পেয়েছে। সঙ্গে মেয়েদের রিকার্ভে এককে হীরা মনি স্বর্ণপদক পেয়েছেন। সব মিলিয়ে ছয়টি সোনা নিয়ে আইএসএসএফ ইন্টারন্যাশনাল আর্চারি চ্যাম্পিয়নশিপ শেষ করল স্বাগতিকরা।
এছাড়া আন্তর্জাতিক এই টুর্নামেন্টে একটি রুপা ও দুটি ব্রোঞ্জও পেয়েছে বাংলাদেশ।
ব্যক্তিগত ইভেন্টে ব্যর্থ হলেও রিও অলিম্পিকে খেলা শ্যামলী রায় সোমবার পেয়েছেন দলগত সোনা জয়ের স্বাদ। রিকার্ভের মহিলা দলগত ইভেন্টের ফাইনালে বিউটি রায় ও রাদিয়া আক্তার শাপলাকে সাথে নিয়ে ৬-২ সেট পয়েন্টে হারিয়েছেন নেপালের প্রতিযোগীদের।
দিনের শুরুতে আজারবাইজানের প্রতিপক্ষকে হারিয়ে হীরা মনি মেয়েদের রিকার্ভ ডিভিশনের এককের সোনা জয় করেন। মেয়েদের কম্পাউন্ড এককের ফাইনালে ইরাকের ফাতিমাহ আল মাসাদানির কাছে ১৩৫-১৩৩ স্কোরে হেরে রুপা জিতেন বন্যা আক্তার।
রিকার্ভ ও কম্পাউন্ড বিভাগের মিশ্র দলগত দুই ইভেন্টের সোনাও জিতেছে বাংলাদেশ।
রোমান ও বিউটি রিকার্ভের মিশ্র দলগত ইভেন্টে ৬-২ ব্যবধানে ভুটানের প্রতিযোগীদের হারান। আর সুস্মিতা-মামুন ১৫০-১৪২ স্কোরে ইরাককে হারিয়ে দলকে এনে দেন কম্পাউন্ডের মিশ্র দলগত সোনা।