আবারো ট্র্যাকের রানী শিরিন
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০১৬, ১৩:৫৪
![](https://bangla.jagoroniya.com/templates/jagoroniya-v1/images/jagoronia.png)
![](/assets/news_photos/2016/12/24/image-5054.jpg)
জয়যাত্রা ফাউন্ডেশন ৪০তম জাতীয় অ্যাথলেটিক প্রতিযোগিতায় নারীদের ১০০ মিটার স্প্রিন্টে প্রথম হয়ে টানা চারবারের মতো দেশের দ্রুততম মানবীর খেতাব জিতলেন বাংলাদেশ নৌ-বাহিনীর শিরিন আক্তার।
দ্রুততম মানবী হওয়ার মধ্য দিয়ে টানা তৃতীয়বার (২০১৪, ২০১৫, ২০১৬) জাতীয় অ্যাথলেটিক্সের রানীর মুকুট উঠল শিরিনের মাথায়। ২০১৪ সালে সামার অ্যাথলেটিক্সেও জিতেছিলেন দ্রুততম মানবীর খেতাব। অর্থাৎ টানা চারটি আসরের দ্রুততম মানবী হলেন নৌবাহিনীর এই অ্যাথলেট।
শুক্রবার (২৩ ডিসেম্বর) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ১২.০১ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ জেতেন শিরিন। ১২.২০ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হয়েছেন নৌবাহিনীর সোহাগী আক্তার। ১২.৩৭ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর বর্ষা খাতুন।
এবারের জাতীয় অ্যাথলেটিক প্রতিযোগিতায় ৬৪ জেলা, ৮ বিভাগ, বিশ্ববিদ্যালয়, শিক্ষাবোর্ড, বিকেএসপি ও সকল বাহিনীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় ৬০০ জন (পুরুষ ও মহিলা) অ্যাথলেট অংশ নেন। প্রতিযোগিরা দুই গ্রুপে ৩৬টি ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করেন। যার মধ্যে রয়েছে পুরুষদের ২২টি ও মহিলাদের ১৪টি ইভেন্ট।