রিও অলিম্পিক
ব্যাডমিন্টনে জাপানের প্রথম সোনা
প্রকাশ : ১৯ আগস্ট ২০১৬, ১৯:৪৫
জাগরণীয়া ডেস্ক
নিজেদের অলিম্পিক ইতিহাসে ব্যাডমিন্টনে প্রথমবারের মতো সোনা জিতলো জাপান।
রিও অলিম্পিককে মেয়েদের দ্বৈতের ফাইনালে ডেনমার্কের ক্রিস্টিনা পেডেরসেন ও কামিলা রিটার জুটিকে ২-১ ব্যবধানে হারিয়ে সোনা জিতেছেন মিসাকি মাতসুতোমো ও আইয়াকা তাকাহাসি জুটি।
গেমসের ত্রয়োদশ দিন বৃহস্পতিবার প্রথম গেমটি ২১-১৮ পয়েন্টে জিতে নেয় পেডেরসেন-রিটার জুটি। তবে দ্বিতীয় গেম ২১-৯ পয়েন্টে জিতে ঘুরে দাঁড়ায় মাতসুতোমো-তাকাহাসি জুটি।
তৃতীয় ও শেষ গেমে একটা সময় ১৯-১৬ পয়েন্টে পিছিয়ে ছিল মাতসুতোমো-তাকাহাসি জুটি। সেখান থেকে টানা পাঁচ পয়েন্ট নিয়ে তারা ২১-১৯ পয়েন্টে গেমটি জিতে চ্যাম্পিয়ন হয়।
এগিয়ে থেকেও পেডেরসেন-রিটার জুটিকে তাই রূপা নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। চীনকে হারিয়ে ব্রোঞ্জ জিতেছে দক্ষিণ কোরিয়া।