নেদারল্যান্ডসকে উড়িয়ে দিয়ে দারুণ ফর্মে বাংলাদেশ

প্রকাশ : ৩০ আগস্ট ২০১৯, ২১:০৫

জাগরণীয়া ডেস্ক

টি-২০ বিশ্বকাপের বাছাইয়ের আগে ১০ দিনের ক্যাম্পে নেদারল্যান্ডসে অবস্থান করছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ক্যাম্পের শেষ ম্যাচে নেদারল্যান্ডসকে ১০ উইকেটে হারিয়ে বর্তমানে দারুণ ফর্মে রয়েছে বাংলার বাঘিনীরা।

স্থানীয় সময় ২৯ আগস্ট (বৃহস্পতিবার) ক্যাম্পের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হয়।

টস জিতে আগে ব্যাট করে ১৬.৫ ওভারে সর্বসাকুল্যে ৫১ রান সংগ্রহ করে স্বাগতিক নেদারল্যান্ড। স্বাগতিক দলের হয়ে সর্বোচ্চ ১৯ রান করেন ওপেনার স্টেয়ার ক্যালিস। টাইগ্রেস বোলারদের মধ্যে শায়লা শারমিন, খাদিজাতুল কুবরা, ফাহিমা খাতুন শিকার করেন ২টি করে উইকেট। আর সালমা খাতুন ও জাহানারা আলম নেন ১টি করে উইকেট। ৫২ রানের টার্গেটে খেলতে নেমে সানজিদা-আয়েশার ওপেনিং জুটি কোন উইকেট না হারিয়েই ৬.৩ ওভারে বাংলাদেশকে কাঙ্খিত লক্ষ্যে পৌছে দেয়। ওপেনার সানজিদা ইসলাম করেন ২৭ বলে ২৪ রান। অপর ওপেনার আয়েশা রহমান শুকতারার ব্যাট থেকে আসে ১৩ বলে ১৮ রান।

টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে পাপুয়া নিউ গিনি, যুক্তরাষ্ট্র ও স্কটল্যান্ডের মুখোমুখি হবে সালমা-জাহানারা খাতুনের দল। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত