দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের সিরিজ জয়
প্রকাশ : ২৯ জুলাই ২০১৯, ১৪:১২
বোলিং আর টপ অর্ডারের ব্যাটারদের দারুণ দক্ষতায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২-১ ব্যবধানে সিরিজ জয় করেছে বাংলাদেশ ওম্যান ইমার্জিং ক্রিকেট দল।
সিরিজের শেষ ম্যাচে গত ২৮ জুলাই (রবিবার) টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করে দক্ষিণ আফ্রিকা। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৭৬ রান করে প্রোটিয়ারা। ৫ চারে সর্বোচ্চ ৬৩ রান করেন ত্রিশা ছেট্টি।
১৭৭ রানের টার্গেটে খেলতে নেমে টপ অর্ডারের দৃঢ়তায় ৩২ বল থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় বাংলার বাঘিনীরা। ব্যাট হাতে ভালো সময় কাটানো শারমিন ১০ চারে অপরাজিত থাকেন ৮৩ রানে। অধিনায়ক নিগার ৭ চারে করেন ৪৮ রান।
সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং দল: ৫০ ওভারে ১৭৬/৭ (রবিন ৩৫, তাজমিন ২৩, ত্রিশা ৬৩, নন্দুমিসো ১, লারা ৭, ডি ক্লার্ক ১৭, অ্যানি ৬, তামি ৮*, মালি ২*; আজমিন ০/১৫, রিতু ০/২৯, নাহিদা ১/২৭, ফাহিমা ৩/৩২, খাদিজা ৪২/৩৪, শায়লা ১/২৪, মুশতারি ০/১০)
বাংলাদেশ নারী ইমার্জিং দল: ৪৪.৪ ওভারে ১৭৯/১ (মুর্শিদা ৩১, শারমিন ৮৩*, নিগার ৪৮*; তামি ০/১৯, মালি ০/৩৬, অ্যানি ০/১২, এমলাবা ০/৪০, ইভোদিয়া ০/৩৪, ডি ক্লার্ক ০/২২, তাজমিন ০/৭, নন্দুমিসো ০/৬)
ফল: বাংলাদেশ নারী ইমার্জিং দল ৯ উইকেটে জয়ী
সিরিজ: তিন ম্যাচের সিরিজে বাংলাদেশ নারী ইমার্জিং দল ২-১ ব্যবধানে জয়ী