বিশ্বকাপ ফুটবলের শিরোপা নিলো যুক্তরাষ্ট্র
প্রকাশ : ০৯ জুলাই ২০১৯, ২১:০৪
জাগরণীয়া ডেস্ক
চতুর্থবারের মতো বিশ্বকাপ ফুটবলের শিরোপা ঘরে তুললো যুক্তরাষ্ট্র।
গত ০৭ জুলাই (রবিবার) ফ্রান্সের লিওঁতে প্রথমবারের মতো বিশ্বকাপ ফুটবলের ফাইনালে উঠে আসা নেদারল্যান্ডস ২-০ গোলে হারায় যুক্তরাষ্ট্র। গোলশূন্য প্রথমার্ধের পর ৬১তম মিনিটে সফল স্পট কিকে দলকে এগিয়ে নেন মেগান র্যাপিনো। ডি-বক্সের মধ্যে অ্যালেক্স মরগ্যান ফাউলের শিকার হলে ভিএআর দেখে পেনাল্টির সিদ্ধান্ত দিয়েছিলেন রেফারি।
এ নিয়ে টানা দ্বিতীয় এবং সব মিলিয়ে বিশ্বকাপের চতুর্থ শিরোপা জিতল দলটি। ১৯৯১ সালে প্রথম শিরোপা জেতা যুক্তরাষ্ট্র, ১৯৯৯ সালে দ্বিতীয় ও ২০১৫ সালে তৃতীয় শিরোপা জিতেছিল।