ফুটবল তারকা নেইমারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
প্রকাশ : ০২ জুন ২০১৯, ১৩:০০
ব্রাজিলের তারকা ফুটবলার ও পিএসজি ফরোয়ার্ড নেইমারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন এক নারী।
ব্রাজিলের সাও পাওলোর এক পুলিশ প্রতিবেদন অনুযায়ী ওই নারীর অভিযোগ, প্যারিসের এক হোটেলে গত মাসে ধর্ষণের ঘটনাটি ঘটে।
পুলিশ প্রতিবেদন অনুযায়ী, ইনস্টাগ্রামে পরিচয়ের পর তারকা খেলোয়াড় নেইমার তাকে প্যারিসের একটি হোটেলে দেখা করতে আসতে বলেন। ব্রাজিল থেকে ফ্রান্সে আসার বিমান টিকেট ও হোটেলের ভাড়াও নেইমার দেন। গত ১৫ মে হোটেলে মদ্যপ অবস্থায় ঐ নারীর সাথে দেখা করেন এবং তার অনিচ্ছা সত্ত্বেও জোর করে যৌন মিলন করেন।
ফরাসী পুলিশ জানিয়েছে, নিপীড়নের শিকার ঐ নারী ফরাসি পুলিশ বিভাগে অভিযোগ না করে ব্রাজিলে ফিরে যান কারণ তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন আর বিদেশী পুলিশের চেয়ে তিনি দেশেই অভিযোগ করাটা গুরুত্বপূর্ণ মনে করেছিলেন।
এ নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশের পর নেইমারের অফিসিয়াল ওয়েবসাইটে বলা হয়, ২৭ বছর বয়সী খেলোয়াড় এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন। সেই সাথে এও বলা হয়েছে, ঘটনাটি আগে থেকেই জানা। কারণ কয়েকদিন ধরেই ঐ নারীর আইনজীবি টাকার জন্য ভয়ভীতি দেখিয়ে আসছিলেন। এ বিষয়ে নেইমার তার আইনজীবির সাথে কথা বলেছেন।
কোপা আমেরিকায় খেলতে বর্তমানে ব্রাজিলে অবস্থান করছেন বিশ্বের অন্যতম দামি ফুটবলার।