মিয়ানমার মাতিয়ে দেশে ফিরছে লাল-সবুজের ফুটবল দল

প্রকাশ : ০৪ মার্চ ২০১৯, ১৫:৩৭

জাগরণীয়া ডেস্ক

দ্বিতীয়বারের মতো এশিয়ার সেরা আটে নাম লিখিয়ে থাইল্যান্ডের টিকিট হাতে নিয়ে দেশে ফিরছে মারিয়া-তহুরারা। শেষ ম্যাচে চীনের প্রাচীর ভাঙতে না পারলেও সেপ্টেম্বরে থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য ফিফা অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপের বাছাইয়ের টিকিট নিশ্চিত করেছে লাল-সবুজের বাঘিনীরা।

এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের বাছাইয়ের দ্বিতীয় পর্বে তিনটি ম্যাচ খেলেছে বাংলাদেশ।  প্রথম ম্যাচে ১০-০ গোলে ফিলিপাইনকে উড়িয়ে দিয়ে দ্বিতীয় ম্যাচে ১-০ গোলে স্বাগতিক মিয়ানমারকে হারিয়ে চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছিল বাংলাদেশ। কিন্তু চীনের কাছে বাংলাদেশ ৩-০ গোলে হারায় বাছাইয়ের প্রথম পর্বের ন্যায় দ্বিতীয় পর্বেও শীর্ষস্থান ধরে রাখার সুযোগ হারায় বাংলাদেশ। রানারআপ হয়ে সোমবার দেশে ফিরছেন তারা। বাংলাদেশের মেয়েরা এখন খেলবে উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ডের মতো শক্তিশালী দলের সঙ্গে চূড়ান্ত পর্বে। যে পর্ব বিশ্বকাপেরও বাছাই। ৮ দেশের মধ্যে তিনটি খেলবে ২০২০ সালের অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপে।

এছাড়া আগামী ১২ মার্চ থেকে শুরু হচ্ছে নারী সাফ চ্যাম্পিয়নশিপ। তাই মিয়ানমার সফর শেষেই আবার মাঠে নামতে হচ্ছে মারিয়া-তহুরাদের। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত