টি-টোয়েন্টিতে ১৪ রানে অলআউট হয়ে বিশ্বরেকর্ড

প্রকাশ : ১৪ জানুয়ারি ২০১৯, ২৩:৩৭

জাগরণীয়া ডেস্ক

এশিয়ার অনেক দেশের মতো চীনকে ক্রিকেটের কাতারে আনার চেষ্টা করে যাচ্ছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। চীনের বিশাল অর্থনীতিকে কাজে লাগাতে হলে দেশটিতে ক্রিকেট খেলা ও তার দর্শক তৈরি করতে হবে। কিন্তু ক্রিকেটের মাঠে দেশটির পারফরম্যান্সে আশাবাদী হতে পারছে না ক্রিকেট সংশ্লিষ্টরা।

স্থানীয় সময় ১৩ জানুয়ারি (রবিবার) ব্যাংককে এক টি-টোয়েন্টি ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপরীতে মাত্র আধাঘন্টা খেলে ১৪ রান করে অলআউট হয়ে গেছে চীনের নারী দল। অধিনায়ক হিন লিলি করেছেন সর্বোচ্চ ৪ রান। এখন পর্যন্ত টি-টোয়েন্টি ম্যাচে (পুরুষ কিংবা নারী) কোনো দলের সবচেয়ে কম রানে অলআউট হওয়ার বিশ্বরেকর্ড এটি। প্রথম ইনিংসে চীনের বোলিং দুর্বলতাকে কাজে লাগিয়ে ২০ ওভারেই ৩ উইকেটে ২০৩ রানের পাহাড় গড়ে তোলে সংযুক্ত আরব আমিরাত। 

চীনের ক্রিকেটে এবারই প্রথম এমন ঘটনা নয়। টি-টোয়েন্টি বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে মাত্র ১১ বলে ২৬ রানে অলআউট হয়েছিল চীনের পুরুষ দল।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত