খাগড়াছড়িতে ৩ ফুটবল খেলোয়াড়কে সম্মাননা

প্রকাশ : ১৪ নভেম্বর ২০১৮, ২০:১৬

জাগরণীয়া ডেস্ক

জাতীয় পর্যায়ে ফুটবল খেলায় কৃতিত্বের জন্য খাগড়াছড়িতে  ৩ ফুটবলারকে সম্মাননা প্রদান করা হয়েছে। এরা হলেন- আনাই মগিনী, আনুচিং মগিনী ও মনিকা চাকমা।

১৪ নভেম্বর (বুধবার)  বিকেলে স্থানীয় সংগঠন প্রগতি সংঘ থেকে কৃতি এই ফুটবল খেলোয়াড়দের সংবর্ধনা দেয়া হয়। সম্মাননার অংশ হিসেবে তাদের হাতে ফুল, ক্রেস্ট, বই তুলে দেয়া হয়।  তবে বর্তমানে দেশে না থাকায় মনিকা চাকমার সম্মাননা গ্রহন করেন তার বাবা বিন্দু কুমার চাকমা। 

অনুষ্ঠানে বক্তারা বলেন, এই খেলোয়াড়রা জাতীয় পর্যায়ে কৃতিত্বের সঙ্গে অংশ নিয়ে খাগড়াছড়ির সুনাম বয়ে এনেছে। খাগড়াছড়িবাসী তাদের কাছে কৃতজ্ঞ। তাদের অব্যাহত সফলতার কামনা করেন সকলে।

অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ড. সুধীন কুমার চাকমা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও প্রগতি সংঘের প্রতিষ্ঠাতা সদস্য মো. জাহেদুল আলম, প্রগতি সংঘের প্রতিষ্ঠাতা সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, খাগড়াছড়ি ফুটবল ফেডারেশনের সভাপতি অনুপ কুমার চাকমা, প্রগতি সংঘের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।

প্রগতি সংঘের সভাপতি মো. জানে আলম অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত