“বাধা অতিক্রম করার এই ধারা যেন অব্যাহত থাকে”
প্রকাশ : ১১ অক্টোবর ২০১৮, ২০:৫৫
বাধা অতিক্রম করে আমরা যে এগিয়ে যাচ্ছি, এগিয়ে যাওয়ার এই ধারা যেন অব্যাহত থাকে। দেশকে আমরা উন্নত-সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলবো-বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১১ অক্টোবর (বৃহস্পতিবার) বিকালে গণভবনে অনু্র্ধ্ধ-১৬ জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের সংবর্ধনা অনুষ্ঠানে এই কথা বলে প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, খেলাধুলা বিকশিত করার জন্য যা যা করণীয় আমরা করব। আমরা পরিকল্পিতভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি। হয়ত একসময় আমরা অনেক পিছিয়ে ছিলাম, হয়ত অনেক প্রতিবন্ধকতা ছিল। অনেক বাধা ছিল। এখন আমাদের আর সেই বাধা নেই।
মেয়েদের খেলার প্রশংসা করে শেখ হাসিনা বলেন, খুব সাহসী ভূমিকা রাখে এই মেয়েরা। খেলার পারফরমেন্সও খুব ভালো। আমি চাই খেলাধুলা সাংস্কৃতিক চর্চা সবদিক থেকেই আমাদের দেশের ছেলে-মেয়েরা আরও উন্নত হোক।
খেলাধুলার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, এর মাধ্যমে দেশকে আন্তর্জাতিকভাবে তুলে ধরা এবং মানুষের মধ্যে একটা মর্যাদাবোধ আনা যায়।
অনুষ্ঠানে খেলোয়াড় ও কর্মকর্তাদের উপহার তুলে দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীকে ফুটবল উপহার দেন খেলোয়াড়রা।
এসময় আরও উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় এবং বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।