ফাইনালে খেলছেন স্বপ্না, শিরোপা জয়ে প্রত্যয়ী বাংলাদেশ

প্রকাশ : ০৬ অক্টোবর ২০১৮, ১৫:৩৪

জাগরণীয়া ডেস্ক

সাফ অনূর্ধ্ব-১৮ নারী চ্যাম্পিয়ানশিপের ফাইনালে বর্তমানে দারুণ ফর্মে থাকা সিরাত জাহান স্বপ্না দলে থাকছেন বলে নিশ্চিত করেছেন কোচ, আর এতেই শিরোপা জয়ে আরও প্রত্যয়ী হয়ে উঠেছে বাংলাদেশ।

পাকিস্তানকে ১৭-০ গোলে উড়িয়ে দেয়া ম্যাচে স্বপ্না একাই করেন সাত গোল। পরের ম্যাচে  ২-১ গোলে কষ্ট করে জিততে হয়েছে নেপালের বিরুদ্ধে, সেখানে ১ গোল এসেছে স্বপ্নার পা থেকে। কিন্তু এরপরই ইনজুরিতে পড়েন দারুণ ফর্মে থাকা স্বপ্না। ভূটানের বিপক্ষে সেমিফাইনালে মাঠে নামেননি এই ফরোয়ার্ডার। তবে ফাইনালে ফের নেপালের বিপক্ষে মাঠে নামছেন স্বপ্না-শামসুন্নাহাররা।

এ প্রসঙ্গে কোচ গোলাম রব্বানী ছোটন বলেন,আট গোল করা স্বপ্না ফেরায় দল দারুণ আত্মবিশ্বাসী। স্বপ্নাকে ছাড়া সেরা চারে ভুটানকে হারানো ম্যাচে গোল করা সানজিদা-শামসুন্নাহারদের ওপরও আস্থা আছে।

নেপালকে শক্ত প্রতিপক্ষ হিসেবে আখ্যায়িত করে কোচ ছোটন বলেন, সেমি-ফাইনালে নেপাল যেভাবে ভারতকে হারিয়েছে, সেটা আমরা মাঠে বসে দেখেছি। ওদের পারফরম্যান্স খুব ভালো ছিল। ্গ্রুপ পর্বে ওদের হারালেও ফাইনালে তাদেরকে কঠিন প্রতিপক্ষ হিসেবে নিচ্ছি।

আগামী ৭ অক্টোবর (রবিবার) ভুটানের থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে প্রথম আসরের ফাইনালে মুখোমুখি হবে নেপাল-বাংলাদেশ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত