জাতীয় নারী হকি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান খুলনা
প্রকাশ : ০২ অক্টোবর ২০১৮, ০৯:১০
৪র্থ জাতীয় নারী হকি প্রতিযোগিতার ফাইনালে ১-০ গোলের ব্যবধানে ঢাকাকে হারিয়ে চ্যাম্পিয়ান হয়েছে খুলনা বিভাগ।
১ অক্টোবর (সোমবার) মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। খেলার ২৪ মিনিটে দলের জন্য একমাত্র গোলটি করেন খুলনার জেসি।
চ্যাম্পিয়ন দল খুলনা বিভাগকে ট্রফি ও ষাট হাজার টাকার চেক এবং রানার আপ দল ঢাকা বিভাগকে ট্রফি ও চল্লিশ হাজার টাকা চেক প্রদান করা হয়। টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার অর্জন করে খুলনা বিভাগের ৭নং জার্সিধারী খেলোয়াড় নমিতা কর্মকার। সর্বোচ্চ গোলদাতার পুরস্কার অর্জন করে তিনজন খুলনার কিমি কর্মকার, ঢাকার সুমি আক্তার এবং রংপুরের তাসনিম আক্তার। তারা সকলেই সমানসংখ্যক ৫ টি করে গোল করেন।
একই দিনে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হয় রংপুর ও রাজশাহী বিভাগ। রংপুর বিভাগ ৩-১ গোলে রাজশাহীকে পরাজিত করে তৃতীয় স্থান চূড়ান্ত করে।