পাকিস্তানের বিপক্ষে দল ঘোষণা, ফিরেছেন লতা ও সুপ্তা
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০১৮, ২০:৫৫
দীর্ঘদিন পর লতা মণ্ডল ও শারমিন আক্তার সুপ্তাকে নিয়ে টি-টুয়েন্টি ও ওয়ানডে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজের জন্য দুই ফরম্যাটের দলে জায়গা পেয়েছেন ১৮ ক্রিকেটার।
পাকিস্তানের বিপক্ষে চারটি টি-টুয়েন্টি ও একটি ওয়ানডে খেলবে মেয়েরা। সিরিজের প্রস্তুতি নিতে টিম টাইগ্রেস কক্সবাজারে অবস্থান করছে। সবগুলো ম্যাচই হবে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে।
০১ অক্টোবর (সোমবার) সিরিজের প্রথম টি-টুয়েন্টি হওয়ার কথা থাকলেও একদিন পিছিয়ে শুরু হবে ২ অক্টোবর। ৩, ৫ ও ৬ অক্টোবর বাকি তিন ম্যাচ। একমাত্র ওয়ানডে ম্যাচটি হবে ৮ অক্টোবর। রবিবার পাকিস্তান নারী দল কক্সবাজার পৌঁছানোর কথা রয়েছে।
বাংলাদেশ দল: রুমানা আহমেদ (ওয়ানডে অধিনায়ক), সালমা খাতুন (টি-টুয়েন্টি অধিনায়ক), নিগার সুলতানা, ফারজানা হক, খাদিজাতুল কুবরা, ফাহিমা খাতুন, আয়শা রহমান, শামিমা সুলতানা, জাহানারা আলম, নাহিদা আক্তার, পান্না ঘোষ, রিতু মনি, সানজিদা ইসলাম, শারমিন সুলতানা, সুরাইয়া আজমিন, শারমিন আক্তার সুপ্তা, লতা মণ্ডল, মুর্শিদা খাতুন।