বাংলাদেশ ক্রিকেট দলকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০১৮, ১১:৫৩
এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ৩৭ রানের দুর্দান্ত জয়ে টাইগারদের অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২৬ সেপ্টেম্বর (বুধবার) দিবাগত রাতে রাষ্ট্রপতির কার্যালয়ের গণমাধ্যম অনুবিভাগ থেকে পাঠানো বার্তায় মাশরাফিদের অভিনন্দন জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
অন্যদিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে পাঠানো এক অভিনন্দন বার্তায় পাকিস্তানকে পরাজিত করে এশিয়া কাপের ফাইনালে পৌঁছায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব আশরাফুল আলম খোকন জানান, জাতিসংঘের ব্যস্ততার মাঝেও নিয়মিত খেলার খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টেলিফোনে কথা বলেছেন অধিনায়ক মাশরাফির সঙ্গে। অভিনন্দন জানিয়েছেন দলের সকলকে। এসময় আগামী ম্যাচের জন্য বাংলাদেশ দলের শুভ কামনা জানান তিনি। বাংলাদেশের জয়ে হোটেলে ঐ সময় উপস্থিত সবাইকে মিষ্টিমুখ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জাতিসংঘের ৭৩ তম অধিবেশনে যোগ দিতে বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন প্রধানমন্ত্রী। সেখান থেকেই অভিনন্দন বার্তা পাঠান তিনি।
আগামী ২৮ সেপ্টেম্বর এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে মাঠে নামবে মাশরাফি-মুশফিক-মোস্তাফিজরা।