রাতে ‘অপ্রতিরোধ্য’ শারাপোভা

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০১৮, ১৬:১৪

জাগরণীয়া ডেস্ক

যুক্তরাষ্ট্র ওপেনে বিশ্বের ১০ নম্বর খেলোয়াড় ইয়েলেনা ওস্তাপেঙ্কাকে হারিয়ে সহজেই চতুর্থ রাউন্ডে উঠে গেছেন রুশ টেনিস তারকা  মারিয়া শারাপোভা।  ম্যাচের ফলাফল ৬-৩, ৬-২। ওস্তাপেঙ্কাকে হারানোর পরে তার রাতের ম্যাচে টানা জয়ের সংখ্যা দাঁড়াল ২২। কোনো প্রতিদ্বন্দ্বীই তাকে রাতে বিলি জিন কিং ন্যাশনাল টেনিস সেন্টারে হারাতে পারেননি।

প্রায় এক যুগ আগে যুক্তরাষ্ট্র ওপেন চ্যাম্পিয়ন হয়েছিলেন শারাপোভা। এবার তিনি বছরের শেষ গ্র্যান্ড স্ল্যামে ২২তম বাছাই। ডোপ কেলেঙ্কারির নির্বাসন কাটিয়ে কোর্টে ফিরে সেভাবে প্রত্যাশা পূরণ করতে পারেননি। তবে যুক্তরাষ্ট্র ওপেনে আছেন দুর্দান্ত ছন্দে। তার একটা বড় কারণ তিনি এখানে রাতে খেলতে দারুণ পছন্দ করেন।

ম্যাচ শেষে শারাপোভা বলেছেন, এখানে খেললেই মনে হয় নিজের মধ্যে আলাদা একটা শক্তি কাজ করে। আমি এই শহরের রাতের সৌন্দর্যের প্রেমে হাবুডুবু খাচ্ছি। কেনো জানি না, এখানে রাতে খেলতেই সবচেয়ে বেশি ভালো লাগে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত